অন্ধকার  নেমেছে শহরের বুকে
আর নিয়নের আলো গুলো জাগিয়ে রেখেছে ঘুমন্ত শহরটাকে
এবারেই তো ক্ষুধার্ত অশরীরী  বাঘ টা করবে গর্জন
মেতে উঠবে শরীরের খেলায়
আর প্রাণহীন কায়া গুলো নিজেদের এগিয়ে দেবে শিকারীর কাছে
এটাই তো খাদ্য- খাদক সম্পর্ক
শিকারীর বাঁধন ছেড়া টান শিকারের নরম শরীরে


এটাই তো সেই চৌরাস্তার মোড়
প্রাচীন বাড়ি গুলো মাথা তুলে করে বিলাপ
এখানেই তো এক হয়ে গেছে অতীত আর বর্তমান
ভবিষ্যত ও পাল্টায় না তার গতিপথ


এই তো এসে ভিড় করেছে ওরা
জীভ দিয়ে ঝরছে লালসার আগুন
এখানেই খুজবে ওরা নিজের আদিমতা
আজ এখানেই বধ হবে কত সীতা আর সাবিত্রী
আর মা দূর্গা ফেলবে চোখের জল


এখানে তো শুধু  প্রেম  প্রেম  খেলা
প্রেমের  উত্তাপে  ঝলসে যায় জীবনের রঙ
এই  আগুনে পুড়ে গেছে আমাদের মায়েদের মুখ
কখন  আসবে ঝড় আর বৃষ্টি
ঢাকা পড়ে  যাবে সব পোড়া দাগ