কবিতার  ভাষা  হারিয়েছে  তাঁর  সুর , চারিদিকে বাজে  কর্কশ ধ্বনি আজ
মুখের  আসল  আদল  গিয়েছে  ঢেকে,  সবারই  তো দেখি  কৃত্রিমতার  সাজ |
কালো  মেঘে  আজ  আকাশ  যে  আছে  ঢাকা , ধোঁয়াশায় আজ  বাতাস  গিয়েছে  ভরে
সবাই  আমরা  পাশাপাশি  আছি  তবু , প্রতিমুহুর্তে  সরে  যাই  দুরে  দুরে |
এত  কিছু  পেয়ে  ভরেনা  এ মন  ,তবু  ভাবি, আর কি  কি  পেতে তাও   রয়ে  গেছে  বাকি
চাওয়া পাওয়ার খেলা  হবেনা  যে শেষ  কোনদিনও , দিয়ে  যাই   শুধু  একে  অন্যকে  ফাঁকি |  
সারদিন  তাই   নিজেকে  নিয়েই চলা   ,এভাবেই  চলবে  আরো  যতদিন  বেঁচে  আছি
করে  যাব  শুধু  স্বার্থের  সংগ্রাম  ,ফিরে  কি  আসব জীবনের  কাছাকাছি ?
কি  বা  হবে  আর  দু- চার  লাইন  লিখে , যদি  পাল্টাতে  না  পারি  এই  দুঃসময়ের  ছবি
আমার  এই  লেখা  অচিরে  যাবে  যে  মুছে ,   জন্ম  নেবে  এক নতুন  ব্যর্থ  কবি |