নাগরদোলার মতো ঘুরে ঘুরে বারবার এই দিন আসে ফিরে,
পোড়া  ছাই দিয়ে ঢাকা এই মন দগ্ধতার শিহরণ নগ্ন শরীরে |
দরজায় কড়া নাড়ে কোন কবিসত্বা আর ভেতরে জেগে ওঠে এক কাপুরুষ,
বর্শা ফলকের মতো জিব নেড়ে সাড়া দেয় এক অবয়বী অমানুষ,
পকেট এ সাদাফুল আর মনে পুণ্যের লোভ,
কবি তোমায় সবাই জানাবে প্রনাম তাও তোমার একরাশ ক্ষোভ |


আজ তো তোমার দিন তাও পড়েছ তুমি কবিতায় ঢাকা,
সবার মনে থাকার দিন শেষ বই এর পাতায় শুধু ছবি হযে থাকা,
নুন আর পান্তার লড়াই এ নিহত বিবেক রার বিক্রিত বিশ্বাস,
তোমার কাছে মিথ্যে প্রতিশ্রুতি আর নিজের মনে গোপন সন্ত্রাস,
তোমার শান্তিনিকেতন ঢেকে গেছে বিষাক্ত ধুলায়,
নিশব্দে রচে ওঠে জীবনের ঘৃণিত অধ্যায় |


জ্ঞান অভিজ্ঞান মুছে মুখ থুবড়ে পড়েছ তুমি সজোরে,
পৃথিবীর পুস্পিত শয্যায় ধরেছে আগুন,
হে আচার্য্য ভস্ম তুমি সময়ের ঘরে |
চারিদিকে সব মাথা কাটা লাশ করে উলঙ্গ বিলাস |
কবি তুমি মুখ লুকাও এখনো আসেনি সুদিনের আকাশ