এখনো হারায়নি আমার গানের  ভাষা, তাই  আজও গেয়ে চলি জীবনের গান,
তবু কেন তুমি দিলে সেই শীতল আবেশ আর সাথে মৃর্ত্যুর ফরমান |
আমি তো ভেসে যেতে চাই উড়ন্ত বলাকার মত ওই দিগন্তের পারে,
যেতে নাহি চাই ,তবু যে হারাতে হবে ওই নিঃসীম অন্ধকারে |
শরত গেছে যে চলে তাতে কি ,আসবে হেমন্ত ,নবান্নের সুর বাজবে আমার দেশে ,
এখনো ছুটে যেতে চাই দূর-প্রান্তরে ,কেন আজ সব খেলা থামবে অবশেষে |
শ্বেতশুভ্র সফেন ঢেউ এখনো দুর্বার  আমার হৃদয়ের কোণে ,
তবু কেন ঝরে গেল সব ফুল আমার এই পৃথিবীর বনে|
আমার আর্ত চিত্কার হারায় তাঁর  পথ, শুধু চারিদিকে স্তব্ধ নীরবতা ,
শেষ খেয়া  বেয়ে যাব ভেসে,  থেমে যাবে সব কথকতা |
কালের অমোঘ বাণী ,কে আজ খন্ডাবে,যা চলে এসেছে অনন্তকালের তরে ,
সবাই যে আসে আর চলে যায়,কে বা আটকায় পথ কে বা রাখে ধরে |
বিদায়ের ক্ষণে ,তবু মোর মনে কাঁদে ওই জীবনের বাঁশি ,
ভুলে যেও সব মান অভিমান শুধু মনে রেখো শেষ বিদায়ের হাসি |