আমি যদি কবি হতে পারি ,পারো কি তুমি তবে বনলতা সেন হতে ?
তবে আসতাম ছেড়ে এই ধূসর জগত ,ছুটে যেতাম সবুজ ওই পৃথিবীর পথে |
দারুচিনি দ্বীপে বাঁধতাম ঘর,যদি  সাথে নিয়ে আসতে দু দন্ডের শান্তির আশ্বাস ,
ঘাসের উপরে পাতানো বিছানা আর তোমার চুলের উপর আমার উষ্ণ নিশ্বাস |
যদি মুক্তো খুঁজে আনি, সফেন সমুদ্রে লুকোনো সে ঝিনুকের থেকে,
ছুটে যাবে  কি ওই মালয় সাগরে  ?গায়ে শুধু জোনাকির রং মেখে ,
কেন চলে যাও দুরে? দেখে যাও মাছরাঙ্গা আর শালিকের খেলা ,
চল পথ হারাই হিজল জামের বনে , শেষ হয়নি এখনো পড়ন্ত বিকেলের  বেলা,
আমি শুধু  চাই বারে বারে, বনলতা হয়ে  ফিরে এসো  আমার এই  হৃদয়ের মাঝে,
কেন লুকিয়েছ মুখ? দেখতে চাই যে তোমায় শ্রাবস্তীর কারুকার্য সাজে |
তবু মনে রেখো খুঁজে চলি আমি সেই  অঘ্রান প্রান্তর ,যদি বা সামনে আসে শুষ্ক মরুভূমি
যদিও বা নিভে যায়  পৃথিবীর সব আলো,মুখোমুখি শুধু থেকে যাব  আমি আর তুমি