মায়ের মূর্তি ভেসে গেছে জলে অনেকক্ষণ-
মাটি আবার মিশেছে মাটিতেই ,
মা আজ আবার হারিয়েছে তাঁর অস্তিত্ব,
আর মায়ের কাপড়টাও যেন হারিয়েছে কোন অতলে |
এভাবেই কি বারে বারে হবে মাতৃত্বের বিসর্জন ?
কেই বা শুনবে নারীত্ত্বের আর্তনাদ?
আর নিস্থর নারীদেহ নিশ্চল চোখে তাকিয়ে থাকবে নির্বিকার সভ্যতার দিকে|
কেন বার বার পুড়বে তোমার আমার কারো বাড়ির মেয়েদের কপাল ?
কেই বা দেবে এসব প্রশ্নের প্রত্যুত্তর ?
আবার সভ্যতার অরন্যে লাগবে কামনার দাবানল!
জ্বলে উঠবে যৌনতার দানবের জীভ ?
আর পুড়ে যাবে গোলাপের রং ?
এই পৃথিবীর কোলে গোলাপ চন্দ্রমল্লিকার ও আছে বাঁচার অধিকার !!
এ কোন  অদৃষ্টের অভিশাপ?
যা কেড়ে নেয় নারীস্বত্তা -
আর পশুরা করে পুতুল শিকার |
আর নিহত পুতুলের গায়ে লাগে লজ্জার রং ,
বিক্রিত বিবেক মুখ লুকোয় মায়ের মূর্তির আড়ালে |
পুজো আসে পুজো যায় ,
প্রতিবার মাটির মায়ের কাপড় জোটে,
তবু কেন খুলে নেওয়া হয় জীবন্ত মায়ের কাপড় ?
জানা আছে কি এসবের উত্তর ?