নিস্তব্ধতা ঘিরে চারিদিক,
মনের ভেতর সফেন উত্তাল ঢেউ |
তীরে বসে কেউ বাড়িয়ে  দেয় হাত ,
হাত ছেড়ে চলে গেছে কেউ |


কার লাগি এই অনন্ত প্রতিক্ষা ,
কার সাথে হেটে যাব এই অন্তহীন পথ ?
সব পাখি আজ হারিয়েছে বাসা,
কেন এই আশা নিরাশার দ্বৈরথ ?


কোন সে নাবিক  হারিয়েছে তাঁর দিশা ,
ঝরে গেছে আলো সেই ধ্রুবতারা থেকে |
নিস্থর দেহ তীরে ফিরে ভেসে ভেসে,
অনুভূতি গুলো পড়ে থাকে ধুলো মেখে |


প্রতিমুহুর্তে লুকিয়ে বাঁচতে চাই
তাই প্রতিদিন  ভেসে যাই দুরে দুরে |
বারে বারে তবু  কেন যে ফিরতে চাই
জন্ম আর মৃর্ত্যুর পথ ঘুরে |