তোমার প্রশ্নরা দল বেঁধে আমার কাছে আসে
আমার কাছে নিরর্থক উত্তর চায়
কেন জন্মেছিলে মানুষ হয়ে ?
নিজেও ভেবে দেখিনি তবে হয়ত বা একটা
প্রকৃতির ভুল
তবে আমি সত্যি মাছ হতে চেয়েছিলাম
সাঁতরে পেরিয়ে যাব আমার দুনিয়া
এত সহজে হাতে ধরা দিতামনা
চঞ্চল মন আর পিচ্ছিল শরীর
নিজেকে ঢাকতে
খুজতে হতনা এক টুকরো কাপড়
হতোনা এত শরীর পাতন
মৌনতায় যৌনতা হত সাঙ্গ


এবার পরের প্রশ্নে যাওয়া যাক
কি করলে এই জীবনটা নিয়ে?
কি শুনলে খুশি হবে  তুমি?
ছেলেখেলা?
আমি বলব গলাবাজি
খুব গালিগালাজ করেছি
যখন যেখানে দরকার
ভগবানকে নামিয়েছি এক নিমেষে উপর থেকে নিচে
ছুটিয়েছি আমার সাথে
খিস্তির ফোয়ারা আছে মুখের ভিতর
কোনটা ভালো আর কোনটা খারাপ
বুঝিয়ে দেব সব শালাকে


এবার তোমার শেষ প্রশ্নটা শুনে নেওয়া যাক
আচ্ছা ! জীবনে কি করবে তুমি?
আমি? উফ!
প্রাণ ভরে একদিন মদ খাব, আকন্ঠ
আর খুব রক্তবমি হোক
তবে জেনে রেখো
সবার শরীরে এখন বিষের নদী বয়ছে
তাই সমাজটার রক্তবমি করা খুব দরকার