মায়াজালে বাঁধা পড়ে আমিও স্থবির,ছায়া শুধু ছায়াপথ ধরে
ছোটে অলীক গতিতে | কে বা আটকায় তাকে ?
চারিদিকে   চলমান সাদা কালো  রং  ক্রমে যায় সরে
কুয়াশা জড়িয়ে ধরে বারবার কেন  কাছে ডাকে |


ফুটপাতে পাতা  বিছানাতে কারা ফেলে চোখের জল  
মাথার উপরে নিয়ে  বিস্তৃত চাদরের আস্তরণ খানি ,
বালিশের ভেতরে যে সীমাহীন স্বপ্নের তল  
মুছে যায় অস্তিত্ব ,থাকে শুধু  নিথর হাতছানি |


অনেকটা পথ এখনো হাঁটা আছে বাকি ,আমি হতে
চাই অক্লান্ত পথিক ,সাথে নিয়ে সবটুকু সঞ্চয় |
থাকব এখানেই, যাবোনা ছেড়ে কোনমতে
আমার আকাশে শুধু সূর্যাস্তের ভয় |


এভাবেই ভেসে আছি আমি ,নদী শুধু ছুটে চলে
পাথরের খাঁজে নিজেকে লুকিয়ে ঢাল বেয়ে শুধু যাই নেমে |
এই বিস্তৃত জঙ্গলে, এখনো জোনাকি  জ্বলে
জানি নিভে যাবে আলো  আর  ছায়া শুধু থাকবেনা থেমে |