কতবার  তোকে  ডেকেছি যে কাছে তবু কোনোদিন তাকাসনি তুই ফিরে,
কিসের টানে গেলি রে তুই চলে কিসের নেশা ছিল তোকে ঘিরে ?
আশায় আমি বাঁধছি রে বুক ওরে বোকা ছেলে ,
কখন রে তুই ফিরবি আবার বুড়ো মা এর কোলে |


এসব ভেবেই বছর পেরোয় তোর বাবাও আমায় নিঃস্ব  করে
চলে গেলো তারার দেশে | কেঁদেছি আমি শূন্য ঘরে ,
খোকা তুই যে ব্যস্ত বাবু তাই  ঘরেও এলিনা |
মায়ের খোঁজ নিতে তুই  সময় পেলিনা|


জানিস খোকা বারো বছর ধরে আমি একলা  বেঁচে আছি ,
আসবি রে তুই আমার কোলে -এই স্বপ্ন নিয়ে বাঁচি |


স্বপ্ন আমি রোজ ই দেখি তুই এলি আমার পাশে ,
আমার কোলে ঘুমোস রে তুই সেই মায়াবী এক দেশে|
যখন ভাঙে ঘুম- আমার ফুরোয় যে সব সুখ,
বয়স যত বাড়ছে তত পাথর হলো বুক|


কখন আমার পড়বে যে ডাক  যাবো অনেক দুরে ,
ডেকেও আমায় পাবিনা রে তুই আসিস যদি ফিরে|
খোকা রে তুই ব্যস্ত জানি তোর সময় বড়োই দামি,
মা হবার কষ্ট ভীষণ তাই পাথর হবো আমি |