আমার আশায় দিন গুনেছে পথ
হারিয়ে গেছে  ছোট নদীর বাঁক
মুছে গেছে মেঠো পথের রং
কোথায়  গেল  ব্যস্ত খেয়া ঘাট

পথের ধারে পুরোনো বট গাছ
একলা  ছিল একশো বছর ধরে
ফাঁকা  মাঠের উপর একা চাঁদ
পড়ত আলো  বৃষ্টিভেজা ঘরে


টিনের চালে ঢেউ খেলানো ছাদ
আসত ভেসে বাউল গানের সুর
মনের ঘরে সবাই কাছাকাছি
কেউ কখনো যায়নি অনেক দূর


সেসব ফেলে আমি অনেক দূরে
দাঁড়িয়ে আছে  কেমন-করা মন
মাঠের ধুলো জমেছে মনের কোণে
ছন্নছাড়া আমার আপন জন


ধূসর হলো রঙীন  ছেলেবেলা
বিস্মৃত হয় আমার অতীত কাল
জীবন ছিল আষাঢ় শ্রাবন ভেজা
খুঁজছে আমায় মেঠোপথের আল


ঘর ছেড়ে আজ হলাম দেশান্তরী
পেটের টানে এ কেমন বেঁচে থাকা
সামনে আমার নিষ্প্রাণ রাজপথ
হাজার মানুষ তবুও সবাই একা