পারো যদি একবার চেয়ে  ,
এক চিলতে রোদ আসতে চাইবে তোমার কাছে  |
রোদের রঙে মাখামাখি হবে জীবন |
যে রঙে আকাশ, নদী হয়েছে নীল
আর ঘাসের রং হয়েছে সবুজ|
কোথায় লুকিয়ে ছিলে এতদিন?
বিষন্ন ধূসরতা গ্রাস করেছে তোমার অবয়ব ,
চোখ মেলে তাকাও,
কি চাও ?
আকাশের রামধনু আর ফুল ,পাখি সবাই ছড়িয়ে দিতে চায়
এক চিলতে রং |
পারো যদি একবার ভিজে দেখো
আকাশের মেঘেরাও বড় একা |
তারাও নেমে আসতে চায়,
যেভাবে কাছে ডাকে  সমুদ্র আর সবুজ পাহাড়
আর ভিজে যায় সমস্ত রং |
গাছের পাতার মতো   চেয়ে নাও বৃষ্টির জল আর ভোরের শিশির,
শুধু চেয়ে দ্যাখো
ভিজে যাক তোমার এই মন |