এখানে ,
সন্ধে নামেনি।
নিওনের আলো কেড়ে নিয়েছে
অন্ধকারের অহংকার টুকু।
চেয়ে দ্যাখো ,
চারিদিকে শুধু রোশনাই ।
আলোর ঝলকানি তে
জোনাকি রা পথ হারিয়েছে।
এখানে দিন ফুরোয়না ।
সবার অলক্ষ্যে রাত আসে।
আবার কোথায় লুকিয়ে পড়ে।
তখন আমি বড় বড় পাঁচিলের আড়ালে -
ঢাকা পড়িনি।
তখন দিন গুনতে শিখিনি,
তবু তাকে দুহাত ভরে আলিঙ্গন করেছি ,
দূর থেকে যখনই দেখেছি
চিনতে পেরেছি ।
আকাশের তারা গুনেছি,
আমি রাত পেয়েছি,ঘুম পেয়েছি ।


এখন আমি আর রাত্রি,-
কেউ কাউকে চিনিনা।
আমি ঘুম কে পাইনা,
আমি তারাদের পাইনা।
তাই এখনো চোখ খুলে চেয়ে থাকি।
আমি আর রাত গুনতে পারিনা।
শুধু দিন গুনে চলি।