মাতৃগর্ভের অন্ধকার থেকে জন্ম হয় যে শিশুর
সে জানে আলোর জীবন কত ভয়ানক সত্য।
আগামীর মাতৃজঠরে যে পৃথিবী রক্তমাংসে পুষ্ট হচ্ছে
তাঁর কাছে আলো দেখার দিন গোনা অন্তহীন।
আত্মতুষ্ট হবার ভয় থেকে পালাতে চায় যে ‘আমি’
অহংকার করার অধিকার একমাত্র তাঁরই আছে।
ঘুমিয়ে থাকা চেতনা আঁধার কালোতে ঢাকা
কুয়াশার চাদর সরিয়ে জন্ম নেবে আগামীর প্রভাত।
আধো ঘুমে জড়িয়ে থাকা মানুষগুলোর কথা
যেদিন জানবে বিশ্ব সেদিন জুড়াবে তার অভিমান।।