মন কেমনের সাঁঝবেলাতে
আকাশকুসুম ফুলের ঘ্রাণে
বন্দী ছিল ভোমরা যত
মেলল পাখা একতারাতে।


লাল নীল ঐ রঙের বাহার
আকাশ জুড়ে ঘুড়ির মেলা
ডাকছে সবাই ভোকাট্টা
মিলন মেলার একলা রাতে।


ডাক দিয়েছ তুমি আমায়
তোমার করে নেবে বলে
সাতসকালের ধ্রুবতারায়
চোখ পড়ল সেই ক্ষণেতে।


না জানি কত বেলা হল
আমি আছি তোমার খেলায়
দিন বয়ে গিয়ে রাত্রি এল
মুখ দেখলাম সন্ধ্যাতারায়।।