আর্জি ছিল তোমার কাছে
কিনবো একটা শ্বেতপাথর
ছোট্ট একটা কুঁড়ের ভেতর
গড়ব খেলার তাজমহল।


আর্জি ছিল তোমার কাছে
ধরব একটা গাঙচিল
উড়ব তারই ডানায় চেপে
ধরব মুঠোয় স্বপ্ননীল।


আর্জি ছিল তোমার কাছে
দাওনা কিনে ঐ নদীটা
কলার ভেলায় পুতুল নিয়ে
করব খেলা সারা দিনটা।


আর্জি ছিল খোলা মাঠের
চারদিকেতে তেপান্তর
মায়ের সাথে পালকি করে
হব আমি সহচর।


আর্জি ছিল তোমার কাছে
ময়ূর রঙা ওড়না জোড়া
বৃষ্টি যখন ভেজাবে মাটি
গড়ব খেলার নতুন ঘর।


আর্জি ছিল তোমার কাছে
ভালোবাসার একটু দাবী
ভালো-বাসা দিলে তুমি
‘ভালোবাসা’ যে বড্ড দামী।