বসন্ত বিদায়ের সাথে সাথে ঝড়ে পড়ল এক চির নবীন বৃক্ষ।
নতুন করে বাঁচার আশা জাগিয়ে, কেন কান্না দিয়ে গেলে কবি?
তুমি কি বোঝো নি চিরসবুজের বার্তা,
তুমি কি শোনোনি পাখিদের নীড়ে ফেরার কলরব?
প্রতিটা মুহূর্ত তোমার আবেগে যাপন করে,
জীবন খুঁজে পেয়েছিল সার্থকতার আবেশ।
তবে তুমি কেন আজ এত বড় নির্দয়,
কেন তোমার এমন অভিশপ্ত পরিহাস?
জীবনের ভাঙা-গড়ার মেলায়
তুমি তো ছিলে হাসি-কান্নার বাজিকর।
তুমি তো ভোলোনি তোমার প্রতিজ্ঞা
কলম তোমার বজ্রের মতো ঝলসেছে বারবার।
তোমার প্রতিটি শব্দ জেগে আছে প্রতিরোধের বার্তায়।
এ যুগে তুমি ছিলে দুষ্প্রাপ্য,
তাই আজও তুমি রয়ে গেলে অবচেতন চেতনাধারায়।।