তোমার একটা কথায় আমার স্বপ্ন পুড়ে ছাই
তবু তোমার দোষ দেখি না।
প্রতিবন্ধকতার মরুভূমিতে কাঁটাঝোপে ঘেরা আমার পথ
আজ আরও সঙ্কীর্ণ হয়ে চোরাবালিতে মেশে।
তবু তোমার দোষ দেখি না কিছুতে।


ভালোবাসা আমার এমনই
একতারায় একটাই মাত্র সুর তুলে
হারিয়ে যায় গহীন অরণ্যে।
অন্তরের নিশ্চিন্ত খাঁচা ছেড়ে উড়ে
হৃদয় আমার তীরের আঘাতে রক্তাক্ত আজ।
তবুও আমি দোষ দেব না কাউকে।


ভালোবাসার একটাই রঙ, ঘন লাল
আবার রক্ত, সেও তো লাল।
ভালোবাসা তাই শুধু রক্তই ঝরাবে
আমি আজ আর দোষ দিই না কাউকে।।