তোমার কামনাতে ভরেছে সুধাপাত্র
তোমার ছোঁয়ায় ভরেছে পূজার ডালি
তোমার পরশে রাত হয়েছে মধুর
তোমার ছোঁয়ায় মন ভরেছে জ্যোৎস্নাতে।


তুমি কি কেবলই পথিক
তোমার যাত্রাপথে পড়ে কি কোনো রাজপথ
রঙিন ছোঁয়ায় ছুঁয়ে যায় ফুলের ডালি
পাখিরা গেয়ে ওঠে বসন্তের গান।


আমার মনের মত্ত প্রেমে
তুমি শিখিয়েছিলে গান
যে গান আজও হয়নি গাওয়া
প্রাণের পরশ ছিল কি সেই গানে।


ফিরে এসো পথিক
আবার শেখাও সেই গান
যে গান বাজবে রঙিন ফুলেফুলে
যে গান গাব দুই জনাতে আজ।