জানি তুমি আছ বেশ ,
আমি নেই ভালো ,
হয়তো , আমার পৃথিবীতে আজ নামলো , আমাবস্যার কালো ।
জানি ,
তোমার পৃথিবীতে জ্বলছে দৃপ্ত প্রখর আলো ।
শ্রাবণ মেঘের অন্তরালে ,
আমি আছি লুকিয়ে ,
তোমার ভূমি ভিজিয়ে যাচ্ছি গভীর বর্ষণে ,
আমার আকাশ শুকিয়ে ।
আমার কণ্ঠ আজ , ছেয়ে গেছে ,
বিচ্ছেদের সুরে ,
হাতরিয়ে খুজছি সুখ , বিষাদের অন্তরালে ।
বুঝিনিত তোর হৃদয়ের , ধোঁকার বিশালতা ,
তাই তো আজ আমার এই , করুন নীরবতা ।
ভালোবাসি তোকে তাই , সবই নিলাম মেনে ,
আমার ভিতরের আমিত্ব কে
ভাসিয়ে দিলাম জলে ।
তোমার আমার একই আকাশ ,
একই পথে চলা ,
হবে না জানি আর কখন ,
এমন কথা বলা ।
কালচক্রে একদিন ঠিকই ,
দেখা হয়ে যাবে ,
হয়ত তখন কাঁদবে তুমিও ,
নিভৃত – নীরবে ।