পাগলিটাও মা হয়েছে ,
তবে বাবা হয়নি কেউ ।
পাগলী বলে জায়নি ছেড়ে,
প্রসব ব্যাথার ঢেউ ।
রাস্তায় ঘুরে কাটে দিন ,
আর রাস্তায় কাটে রাত ।
পাগলী বলে স্বামী হয় নি ,
পায়নি সংসার স্বাদ ।
পাগলী ও কি করেছিল ,
যৌন আহবান ?
নাকি,রাতের বেলায় বেশ্যা হয়ে ,
করল শরীর দান ?
গাছ ফেটে  গাছ বেরুল,
কার রোপণের বীজ ?
মেয়র শরীরর রাত্রে পেয়ে ,
কে ডেলেছে বিষ ?
জন্ম নিল যে শিশুটি কাকে ডাকবে বাপ ?
যাকে রোজ বলবে সবাই
এই সমাজের পাপ ।
পাগলিটাকে ধমকে বলে ,
এখান থেকে ফুট ।
রাতের বেলায় পাগলীর শরীর
করছে তারা লুট। ।
কে জানে তার শরীরটাকে ,আর কতবার,
চুষে চিবিয়ে খেয়েছে কত জানোয়ার ।
পুরুষ গেলো শরীর খেয়ে
নিয়ে গেলো স্বাদ ।
কষ্ট পেয়ে মরল শুধু,
পাগলী মায়ের জাত ।