পরান বধুয়া
নাজিম খান


বঁধু দেখিয়াছিনু তোমাতে বাঁটে
যেমতি যাচ্ছিলুম দুরাচারের পথটি ধরে ।
হটাত দেখিয়াছিনু যেমতি ফঙ্কজ কাননে
উদয়য় মান মৃগেন্দ্র কেশরী ।


হে গোরিচনা গোরি নবীন কিশোরী
আখির নিমিখে যদি না দেখি তোরে তবে যে পরানে মরি ।
ভাবিনাই তোর রুপের ছটা
দেখিয়া হইবে মোর হৃদয়ে ভাঁটা ।


চাইতে দেখি কিবা সে দুন্ডলি সঙ্খ ঝলমলি
সরু সরু শশিকলা  ,
হাটিতে উদয় শুধু সুধাময় দেখিয়া হইলু ভোলা ।
তোর দুন্ডলা চরণে নুপুর গুলি যেন রুপের রাজ্যে গেরা ,
তোর ছয়াতে ধন্য হয়ে হাসিয়া খেলে তারা ।


কবহু নারিনু ভুলিতে তোরে তোর ছায়া স্বপনে আসে ,
মোর এ পরান আজ শুধু তোকেই ভালোবাসে ।