কার লাগিয়া ভাসাও তুমি,
জীবন নামের ভেলা,
দম ফুরালেই হবে তুমি,
চিরতরে একেলা।


আজকে কত বন্ধু বান্ধব আছে তোমার পাশে,
শূন্য হাতে কেউ রবে না সবাই যাবে খসে।


ভুলবে তখন বন্ধু বান্ধব,
ভুলবে আপন জন,
নিমেষেই টুটে যাবে প্রীতির এ বন্ধন।


তোমার সুখে উৎফুল্ল সবে,
হাসিবে অট্ট হাঁসি।
তোমার দুঃখে কাঁদিবে না কেউ ,
তোমার পাশে বসি।


পরের জন্য করেছ অনেক,
নিজের জন্য কিছু কর,
অন্যায়ের পথ ছেড়ে এসে,
দ্বীনের পথটি ধর।


দ্বীনের পথে এসে তুমি সত্যের ঝান্ডা ধর।
আল্লাহর রাহে জিবন সঁপে নিজের জন্য কিছু কর।