আমি দেখেছি ফুস্প কাননে ফুটিতে সেই ফুস্প কেশরী
আমি দেখেছি সেই জিনুক
যার বুকে ফুটে উঠে মুক্ত ।
সুধু দেখিনি এখন তোমায় হে আমার স্বপ্নচারিণী
না জানি কখন ধরে একাকি ঘুমের গোঁরে ,
ডাকতো আমায় এক ললনা ।
তার দুটি আখি ছিল যেন হরিণীর আঁখি ,
তার দুটি ঠোঁট ছিল যেন রক্ত জবা ,
তার ঐ চাহনি যেন লজ্জাবতী ,
তার ঐ গাল যেন কমল তুলিতে আঁকা পদ্ম ,
তার ঐ সুর যেন রূপকথার রাজকন্যার সুরে মেশা ছন্দ ,
যখন সে হাঁসে তখন জোনাকিরা ঘুরে  তার আসে পাশে ,
কেননা তুমি জান কি ?  তার হাঁসিতে  ঝরত জোছনা ।
কখন যে কেমন করে গেছি আমি প্রেমে পড়ে ,
তা তো ভাই বলতে পারবোনা ।
শুধু জানি এতটুকু...  যখনি পাব তাকে বলবো আমি
হারিয়ে গিয়েছি দেখ তোমারি বাঁকে ।
স্বপনে তুমি আর কত দিবে আমায় ঘা ,
বাস্তবে এসে কেন দাওনা দেখা ।