এখন চাঁদনী রাত
বাহিরে জোছনার আলো জ্বলছে ।
হটাত মনে পড়ে গেল পুরনো সেই সৃতি ,
যখন তুমি ছিলে পাশে ।


খুব মনে পড়ে তোমার সেই খুনসুটি গুলো ,
হারিয়ে পেলেছি আমার সেই অপুরান্ত দিন গুলো ।
জানো চাঁদনী রাত টা আর ও  বেশি সুন্দর হতো ,
যখন তুমি হাঁসতে ।
তখন আমি এক পলকে ছেয়ে দেখতাম
তোমার সেই মুক্তা ঝরা হাঁসি ।


মনে পড়ে যায় সেই রাত গুলো
যখন তোমার সাথে কথা না বললে ঘুম আসতো না ।
কথা বলতে বলতে বুঝতেই পারতাম না
কখন যে রাতটা  শেষ হয়ে যেতো ।


জানো এখন খুব মিস করি
তোমার সেই জান … বলা ডাকটি ।
এখন আর সেই নামে আমায় কেউ ডাকেনা


এখন আর কেউ বাড়িতে মিথ্যে বলে
দেখা করতে আসেনা ।
এখন আর কেউ  গাড়ে মাথা রেখে বলেনা ,
জান খুব ভয় হয় , যদি তোমাকে হারিয়ে পেলি ।
এখন কেউ রাত জেগে এসএমএস করে না ।
  
দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস ,
শুধু একটি ভুল বুঝাবুজির জন্য আজ আমরা অনেক দূরে ।
হয়তো কোন একদিন পথের শেষে
কোন এক অজানা গন্তব্যে স্থানে ,
তোমার সাথে দেখা হতে পারে
না হয় জিবনে আর কখন দেখা হবে না
কিন্তু তবুও আমি দূর থেকে বলব
ভালো থেকো আমার ভালো থাকার মানুষটি ।