মৃত্যু তরাই, মিথ্যে বড়াই, মানবতা প্রহসন।
অর্থ কাগজে, ব্যর্থ মগজে, অনাচার নিরসন।
সম্ভোগী হয়ে মোরা নির্ভয়ে, প্রকৃতি গিলেছি কত!
আজ মৃত্যু নিধনে, বৃত্ত শোধনে, বিবেক জাগ্রত?


কোথায় গিয়ে মুখ লুকিয়ে, করেছিলে প্রতিবাদ?
লড়েছো জাতে, পুড়েছো ভাতে, ভরোনি তো কারো পেট!
প্রত্যহ মরে, তবুও সে লড়ে, মুছে সব অপবাদ।
পড়ছে মনে, স্বার্থ মননে, জগৎ পিতার ভেট?


রুদ্ধ বাতাসে, ক্লান্ত আকাশে, প্রকৃতির শ্বাসরোধ।
লৌহে মরচে, যৌথে মরছে, সমাজ রুপিনী কায়া।
চিত্ত নিখাদ, লোভে উন্মাদ, আগামীর অবরোধ।
আত্ম স্খলনে, নিত্য ছলনে, মরুদেহে মরে ছায়া।


রতনে রতনে আত্মগোপনে, ব্যর্থ যে প্রতিবাদ।
মন্দ শহরে, ভণ্ড কুহরে, বাজে তার অনুনাদ!