ম্যানহাটনের কবরের তলায় সজাগ ঘুমিয়ে আছি,
ভাবছি আমার ব্যর্থ অতিবাহনের কথা।


এলিজাবেথের বাড়িয়ে দেওয়া হাত কীভাবে প্রত্যাখ্যান করেছি,
তার ফোঁপানো অনুভূতির প্রত্যুত্তরে জানিয়েছি কর্কশ প্রতিক্রিয়া।
                                       তবুও কোনো অভিযোগ ছিলনা তার,
                                           ছিলনা কোনো গোপন প্রতিহিংসা।


আমার পার্থিব স্মৃতিফলকের অন্তিম অস্তিত্বে
সে আজও টাইমস্ স্কোয়ারের ব্যস্ততা রেখে যায়।
প্রতি শনিবার স্টারবাকসের উষ্ণতা, প্রিয় টিউলিপের সৌরভ
আমার মৃত্যুকালীন যৌবন ফিরিয়ে দেয়।


প্রিয় এলিজাবেথ— জীবদ্দশায় একটিমাত্র গোলাপ চেয়েছিল,
অথচ এই পাষণ্ড, নিষ্ঠুর সংকীর্ণতা আমায় স্তব্ধ করেছে প্রতিবার।


আজ তিরিশটি বছর পর
ম্যানহাটনের কবরের তলায় ঘুমন্ত জেগে আছি।
                   এলিজাবেথের হিমেল অশ্রুধারায়
                          আজ শূন্য বুকের সমস্ত কপাট গেছে খুলে।