সাজিয়ে তুলেছি তোমায়
           নানা বর্ণে গন্ধে ও রঙে,
প্রতি মূহুর্তে দোলা দেয় মন
          বসন্তের আগমনে।


কোকিলের কুহু ডাক আর
             মন্দ মন্দ বায়ুর ভারে,
ফাগের বীণায় ঝঙ্কার ওঠে,
          আজি বসন্ত জাগৃ্ত দ্বারে।


সেই আনন্দের রেশ যে আজ এসেছে
           আমার ও প্রাণে।
মন শুধু ছুটে চলে তাই
           ভালবাসারি টানে।


এ এক অমোঘ টান
যে ভাসায় আমায়,ডোবায় আমায়,
       ছন্দ জাগায় প্রাণে,
শিমূলে,পলাশে,কৃ্ষ্ণচুড়ায়
      বসন্তের আহ্বানে।।


রাঙিয়ে দিয়ে যায় সে আমায়
          প্রতি ক্ষণে ক্ষণে,
রঙের তুলিতে, শিল্পীর ক্যানভাসে,
          দোলা দেয় প্রেমিকের কোমল মনে।।


মনের আঙিনায় বসন্তের আহ্বান
      যেন প্রেমিকের ব্যাকুল হৃদয়
সেই হৃ্দয়ের ছন্দে গীতিতে বর্ণে
       প্রকৃতি আমায় সাজায়।


ব্যাকুল হৃ্দয় ছুটে চলে আজ
      পরিণতি পাবার আশায়,
কবি কল্পনায় বসন্তের আগমন তাই
     ইতিহাসের পাতায় পাতায়।।