আছি মেঘের কোলে...
   হঠাৎ ঝরে পড়ব বলে
দু-এক পশলা বৃষ্টি হয়ে
দারুণ নিরালায়...


হঠাৎ এলো কালবোশেখি
উড়িয়ে নিল আমায়,
মেঘ্মায়ের ঐ সিক্ত আঁচল
তখন আমায় এসে জড়ায়।


আমি আসি ধরায় তখন
অঝোর ধারায় নেমে,
বৃ্ষ্টি হয়ে নদীর বুকে
গাছের পাতা চুমে।।


ছোট্ট তিতির গা ঝাড়া দেয়
বৃ্ষ্টি ধারায় ভিজে
খোকনসোনা নৌকা ভাসায়,
জমা জলের মাঝে।


বৃ্ষ্টি হয়ে ঝরি যখন
ভীষণ ভাল লাগে
লুকোচুরি খেলার মাঝে
সূর্য্যিদাদার সাথে!


বৃষ্টি হয়ে শীতল করি
তপ্ত ধরা মাঠ,
সোঁদা মাটির গন্ধে আকুল
বৃষ্টি ভেজা রাত।।