লেগেছে লেগেছে ঝগড়া নারদ নারদ ,
যত বেলা বাড়ছে ততই চড়ছে পারদ ।
পাশের বাড়ির বুড়োবুড়ি ভারী মিষ্টি জুটি
কিন্তু যখন ঝগড়া বাধে সেকি হুটোপাটি ।
আজ এই সাতসকালে একি অনাসৃষ্টি
রান্নাঘরে হাতা খুন্তির অবিশ্রান্ত বৃষ্টি ।
আর তো যায়না নেওয়া মাথাটা যে ভার
এবার মাঠে নামতে হবে দায়িত্ব অপার।
আমার বাড়ির গিন্নিটিও বেজায় গরম
কে জানে কখন তিনি ফাটাবেন বোম ।
অগত্যা ভালোমুখে পাশের বাড়ি ছুটি
গিয়ে দেখি কি কান্ড এযে রামরাবণ জুটি।
দিদার হাতে রামায়ণ দাদুর রিমোট
টিভিতে ফ্যাশন শো বেজায় প্রকট ।
এবার বুঝেছি ঠিক ঝগড়ার কারণ
রামায়ণ আর ফ্যাশনের এ মেলবন্ধন
দিদা চায় দাদু এসে বসুক পূজায়
দাদুর মনের ইচ্ছা হাওয়াতে মিলায় ।
কোনোমতে দুজনকে শান্ত করে ফিরি
প্রতিদিনের কাজের মাঝে এ এক ঝকমারি ।
সন্ধেবেলায় অফিস শেষে ঢুঁ মেরে আসি
বুড়োবুড়ি মুড়ি খায় বসে পাশাপাশি ।
টিভিতে ফ্যাশন শো এখনো যে চলে
রামায়ণ তাকের 'পরে আছে অবহেলে ।
দাদু হেসে মুখ নামিয়ে বলে কানেকানে
দুপুরে শপিং করে বুড়ি আছে খুশিমনে ।।
.