ইতিহাসের পাতায় রবে চির অম্লান
                      হে, দুই হাজার বিশ সাল,
সারাবিশ্ব জুড়ে মহামারীতে-
         লক্ষ লক্ষ প্রাণে হেনেছো অস্তকাল!


নোভেল করোনা ভাইরাসের প্রভাবে
             হারিয়েছে কত মানুষ তার কর্ম,
হতদরিদ্র মানুষ মরেছে খাদ্যাভাবে
         হু হু করে দেশে বেড়েছে বেকারত্ব।


উন্নয়নে পিছিয়েছে সমাজ, রাষ্ট্র
         পিছিয়েছে পুরোবিশ্ব কয়েক দশক;
পিছিয়ে পড়ার হিসাব কষে ঝিমিয়ে
         পড়েছে প্রেমিকার হিসাবের একক।


দুই হাজার বিশ সালেই চিনেছে
            মানুষ কে কার কত আপনজন?
আপন হয়েছে পর আর শাশ্বত
           নিয়ম ভেঙে পর হয়েছে আপন!


পরিশেষে মানুষ পেয়েছে একটি
          আংশিক সুস্থ-শান্ত সুন্দর পৃথিবী,
যেখানে কমেছে পরিবেশ দূষণ;
            প্রজন্মান্তরের জন্য যেন হাজার-
বছরের অসাধ্য আকাশকুসুম সাধন।


রচনাকাল : ৩ রা সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ