বুঝিনি তুমি যে ভুলে যাবে নীরবে রাতের স্বপ্নের মতন
ফেলা আসা স্মৃতিগুলো আমার চোখে বেদনার শ্রাবণ,
সবি যেন নিয়তির খেলা, এই রাঙা ফাগুন এই বরষা
ভালবাসা যেন চিরকাল বিরহ-মিলনের স্রোতধারা;
এই স্রোতধারায় অনন্তকাল ধরে ছুটে চলছে-
মানব-মানবীর চির হৃদয় বৃত্তীয় ভালবাসা,
সবি যেন নিয়তির খেলা, এই রাঙা ফাগুন এই বরষা।


তবু হৃদয় স্বপ্ন দেখে তোমায় নিয়ে ভালোবেসে
তুমি যেন শুক্লপক্ষের প্লাবিত রুপালী জোছনা,
সেই রুপালী জোছনার ঝলকানিতে তুমি হয়ে
উঠো যেন হৃদয়ের দিঘীর বুকে চন্দ্রিমা;
কত উপমার ব্যঞ্জনায় হয়ে উঠো তুমি হৃদয়ের
মাঝে কল্পনার রঙয়ে রাঙা স্বপ্নময় প্রেমিকা,
তবু সহসা অন্তরালে চলে হৃদয় ভাঙনের নিদারুণ
বেদনাবিধুর খেলা, এই রাঙা ফাগুন এই বরষা।


অবশেষে, সময়ের পালাবদলে আমিও চলেছি খেলে
ভুলে গেছি সবি একটু একটু করে;
ধীরে ধীরে দিন শেষে আঁধার নামে পৃথিবীর বুকে-
কোলাহল থেমে যায় তেপান্তরের মাঠে আর নগরে,
তেমনি করে অতীতের স্মৃতি ঢেকে গেছে আঁধারে
সময়ের পালাবদলে, থেমে গেছে কোলাহল, অবশেষে।


রচনাকাল : ৩১ শে জানুয়ারি, ২০১৯ ইং