বরষার খোলা হাওয়ায়
লাগে দোল নদীর ঊর্মিধারায়,
রঙিন পালে নৌকা বেয়ে
হারিয়ে যায় মন তোমার মনের ঠিকানায়।


বরষার খোলা হাওয়া মনে দেয় নিরব দোলা,
তোমারি কথা শুধু ভাবে মন,
তুমি যে অামার কত অাপন;
একাকী নিরব সময় কাটেনা একা,
হৃদয় অাকাশে যেন ঘনমেঘ করে অানাগোনা,
তুমিহীন মুহুর্তগুলো হৃদয় মাঝে ভিড় করে
যেন দেয় শুধুই বেদনা।


বরষার খোলা হাওয়া হৃদয় মাঝে দেয়-
প্রেমের নিরব দোলা,
বরষার এই ক্ষণে-
মনে জাগে তোমার কাছে ছুটে যাওয়ার
অনুরাগের বাসনা।


বরষায় নদীর ঊর্মিধারা অার খোলা হাওয়া
সুর তোলে যেন কলকল কলতানে-
হৃদয় ছোঁয়া কোন অব্যক্ত গীতিকাব্যে;
এই বরষার প্রকৃতি যেন নিয়ে যায় সংগোপনে
হে প্রিয়তমা, তোমার অতি নিকটে,
এই বরষাতে, এই বরষাতে।


রচনাকাল : ১২.০৭.২০১১ইং