অামি তো দেখেছি বাংলার সেই রূপ-
যে রূপ লুকিয়ে থাকে বাংলার গ্রামে,
শস্যের মাঠে, অাঁকাবাঁকা মেঠো পথে,
যেন রূপকথার সমাহার সবুজ তেপান্তরে।


অামি তো দেখেছি বাংলার কনক ধানের ক্ষেতে
সোনালী রোদ্রের ঝিকিমিকি,
শুনেছি বাংলার সবুজ বনে-
বিহঙ্গের সুমধুর কলধ্বনিত ডাকাডাকি।


অামি তো দেখেছি রঙিন ফুলে ফুলে-
অানন্দ-উচ্ছ্বাসে প্রজাপতির অানাগোনা,
তালগাছের পল্লবপত্রের অাড়ালে
বাবুই পাখির সুচারু ভাবে নীড়গড়া।


অামি তো দেখেছি শত শত নদ-নদী বয়ে
চলেছে বাংলা মায়ের কোলে,
কতই না স্নেহ-অাদরে;
অাছে কত নদ-নদী-
পদ্মা-মেঘনা, যমুনা-ব্রহ্মপুত্র-কর্ণফুলি।


অামি তো দেখেছি বয়ে চলা নদ-নদী মাঝে
কত লাবণ্য, কত ঐশ্বর্য্যের সমাহার;
পৃথিবীর কোথাও নেই বাংলা মায়ের মত
এত রূপ, এত সৌন্দর্য্যের অপরূপ অাধার।


রচনাকাল : ১৫ এপ্রিল/২০১৭