আবেগ রাঙা হৃদয়ে রামধনুর সাত রংয়ে
অষ্টাদশীর প্রেমে নীরবে হৃদয় হলো হারা,
হৃদয় যেন ছুটে চলা দুরন্ত বরষার জলধারা;
মন যে আমার উচাটন দিবস-যামিনী
শুধু তার লাগি হৃদয়ের গহীনে তীব্র দহন,
এ যেন চৈত্রের তপ্তময় উষ্ণ সারাবেলা-
অষ্টাদশীর প্রেমে নীরবে হৃদয় হলো হারা।


তার প্রেমে লাহর উঠে হৃদয় পারাবারে
যেন হৃদয়ের বিস্তীর্ণ জলস্রোতে, আনমনে;
আবেগের সুরে সুরে হৃদয়ের কথাগুলো যেন
বেজে উঠে মনের খেয়ালে, হৃদয় নিকেতনে;
তোমার আমার ভালবাসা হৃদয়ের যত আশা
মিলেমিশে সবি একাকার স্বপ্নে-জাগরণে,
হারিয়েছি যেন নিজেকে-
হে অষ্টাদশী, শুধু যে তোমার প্রেমে, নীরবে।


হৃদয়ের যত কথা সবি যেন বোবা ভাষা
প্রকাশে নির্বাক আমি, তোমার নয়ন সম্মুখে;
হৃদয়ের কম্পন সহসা বেড়ে যায় বিদ্যুৎ গতিতে
আমি যেন মূর্তিমান, হৃদয়ের গতিশীল ভাষা
স্থির পাহাড়ের মতন তোমার সম্মুখে আমি বিদ্যমান;
তবু তুমি বুঝেছো নীরব হৃদয়ের ভাষা-
গভীর অনুভবে আঁখি মেলে তুমি দিয়েছো সাড়া;
অষ্টাদশীর প্রেমে নীরবে হৃদয় হলো হারা।


রচনাকাল : ১৮ ই ডিসেম্বর,  ২০১৮