অবশেষে
বরষা এলো
ঋতুর পালা বদলে,
সারাবেলা শ্রাবণধারায় হৃদয় কাড়ে
বিষ্টির ঝমঝম মধুময় শব্দের ধ্বনিতে;
হে স্বপ্নচারিনী, চলো বিষ্টিতে ভিজি এবরষাতে।


বরষায়
হলদে কদমফুল
বিষ্টিতে ভিজে সংগোপনে
সবুজ পাতার ভাজে অন্তরালে,
বিষ্টির জলে ভিজে হলদে কদমফুল
হলদে শাড়ী পরিহিতা নববধূ যেন স্নানে।


সহসা
অঝোরে বিষ্টি
নামে তেপান্তরের মাঠে,
সুবিস্তৃত মাঠের সবুজ ঘাসে
বিষ্টির জল রোদের আভায় হাসে
যেন মুক্তার মতন করে মুক্তা হয়ে।


বিষ্টি
শেষে রংধনু
সাত রংয়ে সেজে-
অর্ধ বৃত্তাকারে উঠে তেপান্তরের
মাঠের মেঘ মুক্ত উন্মুক্ত আকাশে;
রংধনু মানব হৃদয়ে দাগ কাটে নীরবে।


রচনাকাল : ১৮ই জুলাই, ২০১৯ইং


বি: দ্র: তরুণ কবি এ কে দাস মৃদুল দাদার সিঁড়ি পদ্ধতি অনুসরণ করে লেখার প্রয়াস মাত্র।