পাতা ঝরা দিনের মতো আমার
হৃদয়ে অবিরত বেদনার অশ্রুঝরে,
বেদনার অশ্রুজলে সিক্ত আঁখি যুগল
বেদনার জলে আঁখি করে ছল ছল।


হিমেল হাওয়া ভারাক্লান্ত দেহে
আনে কেবল প্রাণের নিঃস্তব্ধতা,
দু’টি চোখের বেদনারধারা যেন বয়ে
চলে সাতশত নদীর ধারার মতো
দক্ষিণে, বঙ্গ সাগরে, বেদনার স্রোতে।


তবু, জীবন জীবনের পথে ছুটে চলছে
অনন্তকাল ধরে,
যেমনি ভাবে পৃথিবীটা আপন অক্ষ পথে
অনন্তকাল ছুটে চলছে আপন গতিতে।


রচনাকাল ঃ ২০ জানুয়ারী, ২০১৮ইং