তোর প্রেমের বিরহে হৃদয়ে জ্বলে বহ্নি শিখা
দু’চোখে ঝরে অবিরল বেদনার অশ্রুধারা,
তোর প্রেমে আজ হৃদয় হলো দিশেহারা;
হৃদয় কিনারায় আঘাত হানে বারে বারে-
স্বপনে-জাগরণে, নিশুতি নিশিতে- নীরবে।


আমার স্বপ্নে তোর নিতুই আসা যাওয়া,
রোজ সকালে মনের খেয়ালে ঘুম ভাঙা
চোখে- ভ্রমে পাই যেন তোর দেখা,
তুই যে আমার ভালোবাসা, শুক্লপক্ষের রাতে
প্লাবিত জ্যোৎস্না- তুই যে আমার চেতনা,
আমার স্বপ্নে তোর নিতুই আসা যাওয়া।


তুই বিহীন বিনিদ্র নিশিতে আমি বিরহী
যেন শ্রাবণের মুষলধারায় প্লাবিত বরষা,
ফিরে আয় তুই, ভুলে অতীতের মান-অভিমান;
স্বপ্নগুলো সাজাই আবার ভালোবেসে দু’জনে-
আমাদের ভালোবাসা হোক চিরঞ্জীবী দু’জনার পরশে।


রচনাকাল : ২৯ শে ডিসেম্বর, ২০১৮