সবি শেষ হবে একদিন
      বহুদূরে থাকবো যেদিন,
থাকবো যে অনেক দূরে
      পরপারে ঠিকানা বিহীন!

সেদিন যে হয়তো কেউ
        আমার মতো বকবে না,
মুঠোফোনে কল দিয়ে-
         আর বিরক্ত করবে না!

সেদিন তুমি মুক্ত হবে
          মুক্ত বিহঙ্গের মতো,
তুমি যে মুক্তি পাবে-
     মুক্ত অলকরাশির মতো!

তোমার মান অভিমানে
       রাগ ভাঙানোর প্রয়াসে,
নিজেকেই করি যে দোষী
       এগিয়ে নিজেই বলি সরি!

তবু যে তোমার মান ভাঙে না
      তুমি যেন কঠিন এক অশ্ম,
বহু ভাবনার ভীড়ে মরি চিন্তে
     তোমায় ভালো রাখার আশে!

বিরক্তিতে চাপতে হবেনা
      মুঠোফোনের ব্লক অপশন,
দুঃখ ব্যথা চেপে রাখতে
      মোর হৃদয়ে হোক সাধন!

রচনাকাল : ১৪ ই জানুয়ারি ২০২২ ইং
স্থান: কলাবাগান, বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ