আজ কিছু নেই, কিছু নেই
আজ নেই যে কোনো স্বপ্ন,
সাজানো সব ভেঙে চুরমার
আজ স্বপ্নীল পৃথিবীটা স্তব্ধ!


চারদিকে থেমে থেমে ঝড়
ভয় হয় আজ যে ভয় হয়,
কখন যেন ভেঙে যে পড়ে
সাজানো ঘর, ভয় হয় ভয়!


অদৃশ্য এক দানবের হানায়
দিকে দিকে মৃত্যুর মিছিল,
বাঁচার কি করুণ আর্তনাদ-
নিঃশ্বাস বন্ধ অক্সিজেনাভাব!


পৃথিবীটা যে আজ মৃত্যুপুরী
কান্নার শব্দে মহাকাশ ভারী,
কত প্রিয়জনের প্রাণ কেড়ে
নিলো অদৃশ্য দানব কোভিড!


হে খোদা হে ঈশ্বর-
দাও তুমি পরম আশির্বাদ,
আর কত হবে মৃত্যুর মিছিল?
আর কতজন হবে সামিল!


রচনাকাল : ২৭ শে এপ্রিল, ২০২১ খ্রিঃ
#বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ