করোনার ছোবলের মহাদুর্যোগে
চারদিকে ক্ষুধার্তের করুণ মাতম,
চোখে মুখে যেন ক্ষুধার প্রতিচ্ছবি
মানবসভ্যতা খাদ্য সংকটে চরম;
চারদিকে ক্ষুধার্তের করুণ মাতম।


আজ মানুষ কর্মহীন, অর্থ শূন্য
খাদ্য কেনার নেই কোন সামর্থ্য,
ছুটে চলেছে মানুষ দিকে দিকে
পেতে করোনায় ত্রাণের খাদ্য;
আজ মানুষ কর্মহীন, অর্থ শূন্য।


এই দুর্যোগে থাকার নিয়ম গৃহবন্দী
ক্ষুধার্ত মানুষ ছুটেছে নিয়ে ঝুঁকি,
এক্ষণে একদল ধূর্তবাজ জানোয়ার-
ত্রাণের খাবার দিয়ে নেয় ছিনিয়ে খাবার;
আবার ক্ষুধার্তের ত্রাণের খাবার করে চুরি
ক্ষুধার্ত ক্ষুধার জ্বালায় করে আহাজারি;
জাগো মানবতা, জাগো মানব বিশ্বধরিত্রী!


রচনাকাল : ২১ শে এপ্রিল, ২০২০ খ্রি: