তোকে ভালোবেসে জেগে থাকে আঁখিযুগল
নিদ্রিতকালে স্বপনে শুধু তোর চলাচল,
মন থাকে আনমনা তোর জন্যে প্রতিদিন
তোকে ভালোবেসে তোর মাঝে হয়েছি বিলীন।


তুই তো আজো অদেখা আমার অগোচরে
তবু যেন তুই চিরচেনা বহু যুগ যুগ ধরে,
শুধু দেখেছি তোকে একটি ফটোগ্রাফে
তৎকাল থেকে পড়েছি যে তোর প্রেমে, নীরবে।


ইচ্ছে হয় তোকে নিয়ে কাটিয়ে দেই একটি
শুক্লপক্ষের পূর্ণিমা রাত- দুজনে পাশাপাশি বসে,
কবিতার কথামালায় তুই হয়ে যাবি যেন-
কবিতাময়, শুক্লপক্ষের নিশুতি পূর্ণিমা রাতে;
তুই মুক্তা, মুক্তার মতন জ্বলে উঠবি যেন
রূপ-সৌন্দর্য্যের বসন্ত রঙিন দিনে-
শুধু দেখেছি তোকে একটি ফটোগ্রাফে।


রচনাকাল : ২৫ জানুয়ারি, ২০১৯