পৌষের সকালঃ কুয়াশার চাঁদরে ঢাকা
সকালের সোনালী রোদ আর নীলাকাশ,
নদীর তীরে ফসলের ক্ষেতে ক্ষেতে শিশিরে
ভেজা হলদে সরষেফুল আর দুর্বা ঘাস।


সোনালী রোদের ঝলকানিতে নেতিয়েপড়া
শিশিরে ভেজা হলদে সরষেফুল,
জেগে উঠে উষ্ণতার ছোঁয়ায় স্বচেতনায়;
শীতল হাওয়ায় দোল খায় সারাদিন-
রোদের হাসির ঝলকে যেন অম্লান চিরমশগুল
শীতের হাওয়ায় দোল খায় হলদে সরষেফুল।


বেলাশেষে গোধূলীর আগমনে-
অস্ত রবির রাঙা আলোয় মেতে সেজে উঠে
যেন প্রকৃতি অপরূপ লাবণ্যে, নতুন প্রাণে;
হলদে সরষেফুল মৃদু মৃদু হাসে চুপিসারে-
নদীর তীরে ফসলের ক্ষেতে ক্ষেতে সোনালী রোদে।


রচনাকাল ঃ ২৩ ডিসেম্বর, ২০১৮ইং