হে প্রকৃতি জননী-
তুমি আমাদের জন্ম থেকে মুত্যু অবধি চিরসঙ্গী,
তুমি আমাদের লালন-পালন কর
মাতৃ স্নেহের মত করে;
তাই সাধ জাগে তোমায় বলি-
তুমি আমাদের মা, আমাদের প্রকৃতি জননী।


হে প্রকৃতি জননী-
তুমি দিয়েছো আমাদের খাদ্য-শস্য
আর কত ফসল,
দিয়েছো পিপাসায় স্বাদু জল,
বিচিত্র বৃক্ষে দিয়েছো বিচিত্র ফল।


হে প্রকৃতি জননী-
তুমি দিয়েছো ‍বিচিত্র ভূমি, কোথাও সমতল
আবার কোথাও পাহাড়- পর্বত, মরুভূমি;
তোমার রূপে মুগ্ধ হই আমরা, হে প্রকৃতি জননী।


হে প্রকৃতি জননী-
তুমি দিয়েছো পবিত্র জলধারা গঙ্গা-সরস্বতী,
ব্রহ্মপুত্র-সিন্ধু-কাবেরী,
তোমার এই পবিত্র জলাধারায় স্নান করে আমরা
পাই আত্ম তৃপ্তি, পাই দিব্য শান্তি অনুভূতি।


হে প্রকৃতি জননী-
তুমি আমাদের প্রকৃতি জননী,
তুমি পরমেশ্বরের অশেষ মহিমায়, তুমি আমাদের আশির্বাদ,
তাই পরমেশ্বরকে জানাই শত সহস্র ধন্যবাদ।


রচনাকাল : ০২/০৪/২০১৫ইং