যে অনুভূতি হৃদয় ছুঁয়ে হৃদয়ের
গহীনে ক্ষণে ক্ষণে জাগায় সুখ;
সেই প্রেমের অনুভূতি ভুলা যায় না,
সেই অনুভূতি থাকে শিহরণে হৃদয় জুড়ে
হৃদয় থেকে হৃদয়ের গহীনে।


সেই হৃদয় ছোঁয়া অনুভূতিতে-
কাঁপে দু'টি অধর, কাঁপে থরথর বুক,
তবু তোমার পরশে খুঁজে পাই-
তোমার মাঝে হৃদয়ের অনাবিল সুখ।


যে অনুভূতিতে হৃদয়ে শিহরণের লাহর উঠে-
নিশুতি নিশিতে দুটি হৃদয়ে প্রেম জাগে;
দু’জনাকে টেনে নেয় যেন শুন্যরেখার মাঝে
দু’জনাকে করে নেয়- আপনার চেয়ে আপন,
প্রণয়ের বাঁধনে।


প্রেমের মহাসমুদ্রে যেন দু’জনা যেন
প্রেম পিপাসী, প্রেমের জোয়ারে ভাসি;
সেই প্রেমের জোয়ারে দুজনা একাকার,
প্রেমের জোয়ারে ভাসে দু’জনার হৃদয়ের
মোহনা, তুমি নদী আর আমি পারাবার।


রচনাকাল : ১৫ জুন, ২০১৮ইং