আমার হৃদয়ে শ্রাবণের ঘনবরষা
বেদনার মেঘে মেঘে পড়েছে ঢাকা,
তুমি শুনলে না, তুমি বুঝলে না
আমার হৃদয়ের না বলা কথা।


আজ হৃদয়ের কথাগুলো হারিয়ে গেল
বেদনাবিধুর জলস্রোতে,
আমার হৃদয়ের সীমানা ভেঙ্গে গেল
অঝোর বরষার তীব্র বর্ষণে।


হৃদয়ের কথাগুলো রয়ে গেল নিভৃতে
আলোহীন তুমি বিহীন হৃদয়ের গৃহকোণে,
আজো কল্পনায় তোমায় ভেবে হয়ে যাই
নিভৃতচারী- তোমার জন্য প্রেম জাগে।


জানি, তুমি ভুলে গেছো নীরবে
এ পৃথিবীর বাস্তবতার কোনো ছলে,
তুমি হয়ে উঠেছো হয়তো সবার মাঝে
নতুন এক অভিব্যক্তি- নতুনভাবে!


তুমি দেখ! আমি আজো পূর্বেকার মতো
তোমায় নিয়ে এখনো নীরবে ভাবি,
তোমার হাসি, তোমার কথাগুলো
আজো আমার হৃদয়ে দাগ কাটে;
আমার আঁখি মাঝে দৃশ্যমান তোমার
অবয়ব- আমার দিবস-যামিনী সাথী!
আমি আজো পূর্বেকার মতো-
তোমায় নিয়ে এখনো নীরবে ভাবি।


রচনাকাল : ২৯ শে জুলাই, ২০১৮ইং