রাগ করো কেন ওগো বঁধূ-
      আমার হৃদয়ে তুমি যে শুধু,
তব বিচরণ মোর হৃদয় জুড়ে
     তোমায় বেঁধেছি প্রীতিবন্ধনে।


আঁখিতে আঁখিতে হবে কথা
     বোবা মনের আছে যত কথা,
নিশি শেষে হবে যে ভোর-
    তবু শেষ হবে নাহি কথা বলা!


জনম জনম থেকো যে তুমি
      থেকো তুমি মোর পাশাপাশি,
হাতে হাত রেখে সারাজীবন-
     দু'জনে যেন পাড়ি দিতে পারি।

তুমি রবে মোর হৃদয় গৃহে-
      দুঃখ তোমায় যেন নাহি ছুঁবে,
প্রীতি বাহুডোরে রাখব তোমায়
     রাখব যে তোমায় প্রীতিবন্ধনে।


রচনাকাল: ২ জুলাই, ২০২১ খ্রিঃ
স্থানঃ ফতুল্লা,  নারায়ণগঞ্জ।