আমি জেনেছি জীবনের কঠিনতা
আমি জেনেছি জীবনের নীরবতা;
আমি শিখেছি বেদনা কাতর মুখে
কোন ছলে হাসি টুকু ধরে রাখা,
আমি শিখেছি অশ্রু সিক্ত চোখের
জলটুকু গোপনে মুছে ফেলা।


আমি জেনেছি আমার জীবনটাকে
এই পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রামে,
জেনেছি, জীবন যেন নদীর স্রোতের
বিপরীতে ছুটে চলা তরী, ছুটে চলে লক্ষ্যে।


আমি আজো জীবনের মানে খুঁজে পাই-
শ্রাবণের আঁধার কালো মেঘ মণ্ডলে,
আমি জীবনের মানে খুঁজে পাই-
চৈত্রের রোদ্রোজ্জ্বল ঝলমলে আকাশে।


আমি জীবনের মানে খুঁজে পাই-
পরিবার-পরিজনের স্নেহ-প্রীতির বন্ধনে,
আমি জীবনের মানে খুঁজে পাই-
প্রিয়তমার অসহায় নিরব অপলক দৃষ্টিতে;
আমি জীবনের মানে খুঁজে পাই-
জীবনের দুঃখ বেদনার সংগ্রামের মিছিলে।


রচনাকাল: ১৪ মে, ২০১৮ খ্রিঃ