যদি কোন দিন হারিয়ে যাই-
      অচেনা আঁধারে ঢাকা পথের বাঁকে,
তুমি কি খোঁজবে ওগো আমায়-
      প্রদীপ জ্বেলে সেই পথের বাঁকে?


হয়তো বা তুমি খোঁজবেনা আমায়
        আমি ছিলাম তোমার পথের কাঁটা,
পথের কাঁটাকে সবে সরায় দূরে
        আর তুমি খোঁজবে কেমন করে!


তবু সহসা মিছে ভাবি তোমায়-
     আজো স্বপ্নেরা জাগে নিশুতি রাতে,
হৃদয় সে তো অবুঝ সে তো বুঝেনা
     স্বপ্নেরা শ্রাবণের আঁধারে ঢেকে গেছে!


আজ আমি একাকী হেঁটে চলি-
           যেমন করে বয়ে চলে নদী,
নদীর দোসর যে কলকল ধ্বনি
    আমার দোসর অতীতের সব স্মৃতি!


আমি থাকি যত শত দুঃখে-
        সবটুকু ভালো তোমার থাক ঢের,
শুক্লপক্ষের রাতগুলো তোমার হোক
         আর আমার হোক কৃষ্ণপক্ষের...!


রচনাকাল : ২৩ জুন, ২০২১ খ্রিঃ
স্থান: বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ