এই তো আমি আছি তোমার কত কাছে
ক্ষণে ক্ষণে পাও খুঁজে সহজে অনুভবে,
যখন আমি রবো সুদূর তারার দেশে
তখন কি আর খুঁজবে বলো ক্ষণে ক্ষণে
শুধুই এই আমাকে, নীরবে অশ্রু ফেলে!


জানো, তোমার চুলের ফুলিয়ে তোলা
খোঁপায় আর সর্পিল বেণীতে আমার দুই
চোখ জুড়ায়, তোমায় লাগে চির অনন্যা;
যেন বসন্ত দিনে রঙের বাহারে রঙিন
ফুলে ফুলে তুমি মায়াবী বসন্ত কন্যা।


তোমায় কত বলেছি শুক্লপক্ষের কথা;
জানো, আমার মাঝে মাঝে ইচ্ছে করে
শুক্লপক্ষের জোছনা রাতে তোমায় নিয়ে
জোছনা উপভোগ করি শুধু দু’জনে;
জানি না, আমার মতো এমন ইচ্ছে
তোমার কখনো হয় কিনা?


আমার মনের ভিতর খুব ভয় জাগে-
হারানোর ভয়, নিজেকে হারিয়ে ফেলার ভয়!
তবে যাহোক, আমার বড় ইচ্ছে-
যমদূত যেন আমায় নিয়ে যাত্রা করে
শুক্লপক্ষের কোন এক জোছনা প্লাবিত রাতে!


রচনাকাল : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিঃ